অনন্য মামুনের ‘মেকআপ’ নিষিদ্ধ!
বিতর্ক আর ঝামেলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না নির্মাতা অনন্য মামুনের। কদিন আগেই ‘নবাব এলএলবি’ সিনেমায় আপত্তিকর দৃশ্য রাখার দায়ে জেল খেটে এসেছেন। এরপর সেন্সর বোর্ডের আপত্তির মুখে সিনেমাটির ১১টি দৃশ্য কেটে ফেলতে হয় তাকে।
আবারও বাধার মুখে পড়েছে অনন্য মামুনের সিনেমা। তার নির্মিত ‘মেকআপ’ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) নিষিদ্ধ করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ, এতে সিনেমা ইন্ডাস্ট্রির মানুষদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। তাই এটি নিষিদ্ধ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি বলেন, সিনেমার মানুষ মানেই যে খারাপ এটা ভাবা অন্যায়। এই সিনেমায় সেই কাজটিই করা হয়েছে। আমরা চাই না সারা দেশের মানুষ এই সিনেমা দেখে ভুল কোনো ধারণা পাক। তাই সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে।
বর্তমানে ফরিদপুরে ওয়েব ফিল্ম ‘কসাই’-এর শুটিং করছেন অনন্য মামুন। এ প্রসঙ্গে জানতে হাওয়া হলে তিনি বলেন, ‘এখনো নিষিদ্ধ করার লিখিত কোনো নোটিশ হাতে পাইনি। তবে এই সিদ্ধান্তের কথা শুনেছি। যদি সত্যিই এমন কিছু হয় তাহলে অন্যায় হবে আমার সঙ্গে। কাউকে ছোট করার গল্প সিনেমাটিতে নেই।’
সিনেমা জগতের মানুষের গল্প নিয়ে অনন্য মামুনের সিনেমা ‘মেকআপ’। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান ও নিপা আহমেদ রিয়েলি। প্রযোজনায় সেলিব্রিটি প্রোডাকশন। একই প্রতিষ্ঠান প্রযোজনা করে মামুনের ‘নবাব এল এল বি’। যে সিনেমায় পুলিশকে হেয় করার অভিযোগে হওয়া মামলায় কয়েকদিন কারাগারে আটক ছিলেন মামুন ও অভিনেতা শাহীন মৃধা।