চট্টগ্রামে অস্ত্র-সহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালীতে দেশীয় তৈরি বন্দুক ও এলজিসহ রুবেল কুমার নাথ (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক চাঁদপুর ডাক |

বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে চাম্বল ইউনিয়নের গজারহাট এলাকার চুরুলিয়া পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, একটি এলজি এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এসময় মো. জাকেরুল ইসলাম (৪৬) নামে আরেক সহযোগী পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।

গ্রেফতার রুবেল চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত প্রেম হরিনাথের ছেলে। অন্যদিকে পলাতক জাকেরুল বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পেচু মিয়ার ছেলে।

অস্ত্র উদ্ধারে অভিযানে নেতৃত্ব দেওয়া বাঁশখালী থানার এসআই নজরুল ইসলাম জানান , গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাম্বল ইউনিয়নের চুরুলিয়া পাড়া তিন রাস্তার মোড়ে অভিযান চালানো হয়। অভিযানে দুটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ রুবেল কুমার নাথকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকেরুল ইসলাম নামের আরেক ব্যক্তি পালিয়ে যান। তাদের বিরুদ্ধে শুক্রবার অস্ত্র আইনে মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

Related posts

Leave a Comment