স্টাফ রিপোর্টার।। চাঁদপুরে মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী জুয়েল ঢালীর গ্রেফতার সহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষর মাদক মানববন্ধন ।
শনিবার (১৭ জুন) দুপুরে ১৩নং ওয়ার্ডের খলিশাডুলী সড়কের সামনে এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডর বাসিন্দা জুয়েল ঢালীর এলাকার নিরীহ মানুষকে মাদক মামলা, ভূমি দখল, বিচারের নামে অর্থ আত্মসাত এবং ছাত্র-ছাত্রী ও নারীদের হয়রানি সহ কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করেন এলাকাবাসী। এসময় তারা জুয়েল ঢালীর বিরুদ্ধে স্লোগান ও মিছিল করেন। এই সকল কর্মকান্ডের জন্য এলাকাবাসী তার বিরুদ্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের বিচার দাবি করেন।
পাখি বেগম জানান,
এসময় এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোঃ নজরুল ইসলাম ঢালী, দান মিয়া বেপারী, মোঃ জয়নাল ঢালী, মোঃ হাসমত গাজী, সোহাগ পাটওয়ারী, ফারুক, খালেক, জয়নাল, টেলু খান, পাখি বেগম, মারিয়া বেগম, জোসন্যা বেগম, আসিয়া বেগম, কুলসুম বেগম, পেয়ারা আক্তার, সাহিদা আক্তার, সাহিনা বেগম, তাসলিমা, নাজু, নিলুফা, নাজমা, বিলকিস, সুফিয়া বেগম, রোকেয়া, সোহেনা প্রমুখ।
এরপূর্বে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে উঠান বৈঠকা উপস্থিত হলে এলাকাবাসী তার নিকট জুয়েল ঢালীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এসময় শিক্ষামন্ত্রী জুয়েল ঢালীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জন্য চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশিদকে নির্দেশ প্রদান করেন।
লিখিত অভিযোগে এলাকাবাসী গণশাক্ষর প্রদান করেন। এবং তারা এই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না হয় সেই জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।