মার্মা পাড়ার দেশীয় চোলাই মদ পাচার বন্ধই হচ্ছেনা

আজ শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মগ পাড়া থেকে একটি সিএনজি দেশীয় চোলাই মদ নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয় কয়েকজন লোক গাড়িটি দাঁড়াতে বলে।

সিএনজি না দাঁড়িয়ে ওই সচেতন যুবকদের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে আবারো মগ পাড়ায় এসে মদ গুলো আনলোড করে ফেলে। নাম প্রকাশ না করা সত্ত্বে স্থানীয় কিছু মোটরসাইকেল চালক কয়েকজন এইকাজের সাথে জড়িত আছেন প্রশাসনের কড়াকড়ি থাকায় এখন জীপ বা পিকআপে মদ যায়না। দিনে রাতে সিএনজি ও মোটর সাইকেলে করে মদ পাচার হয়। প্রতি সিএনজিতে ১০০ থেকে ২০০ লিটার এবং মোটর সাইকেলে ২০ থেকে ৩০ লিটার মদ পাচার করে।

কয়েক মাস হয়ে গেল র‌্যাব এর অভিযান হয়না। প্রতিমাসে অন্তত দুইবার করে অভিযান চালানো দরকার বলে জানান এলাকার সচেতনমহল।

Related posts

Leave a Comment