রামু থেকে র‌্যাব-১৫ কর্তৃক ৩০ পিস কার্তুজসহ একজন এফডিএমএন সদস্য গ্রেফতার।

রামু গত ২০/০১/২০২৩ খ্রিঃ তারিখ একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে একটি বাসে করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছে মর্মে অবগত হয়ে র‌্যাব-১৫ কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল।

সেইদিন ১১.৩০ ঘটিকায় কক্সবাজার জেলার রামু থানাধীন রামু হাসপাতাল পাড়াস্থ মেসার্স প্রান্তিক ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাব-১৫ তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে একটি পূরবী বাস চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ বাসটি থামিয়ে তল্লাশীকালে একজন ব্যক্তির দেহ ও শপিং ব্যাগ তল্লাশী করে অবৈধ গোলাবারুদ সর্বমোট ৩০ (ত্রিশ) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় মোঃ জুবায়ের শাহীন (২২) (এফডিএমএন), পিতা- মোঃ শফি নাছির, মাতা- মৃত লতি বানু, সাং- ব্লক- ডি, ক্যাম্প-২৬, এমআরসি নং-৬৩১১৪, সাং- মোছনী ক্যাম্প, থানা- টেকনাফ, জেলা কক্সবাজার জানা যায়। উদ্ধারকৃত কার্তুজের বিষয়ে জানতে চাইলে সে জানায়, অবৈধ গোলাবারুদ কার্তুজ অপরাধীদের নিকট বিক্রি করার উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল।

আজ উপরোল্লিখিত দেশীয় কার্তুজসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়। উদ্ধারকৃত কার্তুজসহ বর্ণিত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

মোঃ সরওয়ার জাহান ||

Related posts

Leave a Comment