শাহরাস্তিতে বীর মুক্তিযোদ্বার উপর হামলা আহত ২

চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলায় বীর মুক্তিযোদ্ধা সহোদর ভাইয়ের উপর হামলার ঘটনা ঘটে।
Open photo
উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর গ্রামের খন্দকার বাড়ির (পশ্চিম পাড়া) মৃতঃ আবদুর রশিদের ২ ছেলে বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা (৬৫) ও বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম (৭০) এর উপর একই বাড়ির মৃতঃ মমতাজ উদ্দিন এর ছেলে যথাক্রমে খোকন (৫২), মোহন (৪৫), ও একই বাড়ির খোকন মিয়ার ছেলে রাতুল (৩০), মিদুল (২৭) সহ এলাকার কিছু সন্ত্রাসীদের কে নিয়ে এ হামলা চালায়।
জানা যায় যে পাথৈর পশ্চিম পাড়া তওবা জামে মসজিদের মোতোয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন নুরুল ইসলাম। মসজিদের দানকৃত জায়গা দাবী ও তােদের নামে রেস্টি দেয়ার জন্য কয়েকদিন আগ থেকে বিভিন্ন ভাবে দুমকি হুমকি দিয়ে আসছিল হামলাকারীরা।
Open photo
৩ ডিসেম্বর মসজিদের মতোয়াল্লী নুরুল ইসলাম ও সহোদর ভাই বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদাসহ মসজিদে কমিটির অন্যান্য সদস্যগণ মসজিদের সামনে কাজ করতে আসলে একই বাড়ির খোকন, মোহন, রাতুল, মিদুলসহ হামলা চালায়।
ঘটনায় বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা ও নুরুল ইসলাম মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হলে তাৎক্ষণিক ভাবে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ঘটনার পরে আহতদের সহোদর ভাই জনাব শাহ জালাল বাদী হয়ে ৫জন কে আসামী করে শাহরাস্তি মডেল থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা জনাব আনিছুর রহমান (এসআই) জানান, ঘটনাটি খুবই দুঃখজনক, এ বিষয়ে সুষ্ঠ তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী আইনি ব্যবস্হা নেয়া হবে।

Related posts

Leave a Comment