হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত বর্জুত আলী কবিরাজ ছেলে প্রবাসী কলিমুল্লা প্রতিবেশী আলমাস হোসেনের স্ত্রীর সাথে দীর্ঘদিন পরকিয়া চালিয়ে আসছে।
স্বামী বাড়িতে অনুপস্থিত থাকায় গোপনে প্রতিবেশী কলিমুল্লা আলমাসের বাড়িতে আসাযাওয়া করে এবং স্ত্রীর সাথে গোপন সম্পর্ক গড়ে তোলেন৷
বিষয়টি জানতে পেরে স্ত্রী এবং কলিমুল্লাহ কে নজরে রাখেন গত বৃহস্পতিবার রাত ১২ টায় কলিমুল্লাকে স্ত্রীর সাথে নিজ বাড়িতে হাতেনাতে ধরেন এবং কলিমুল্লাকে গণধোলাই করেন স্থানীয়দের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
এসময় আলমাস বলেন,আমি ঢাকায় থাকি,আমার স্ত্রীকে মোবাইলে অশ্লীল কূ’প্রস্তাব দেয়। স্ত্রীকে মোবাইল ফোনে বিভিন্ন ভাবে জ্বালাতন করে এবং রাতের আধারে আলমাসের স্ত্রীকে বাড়ির দরজা খুলতে বলে।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, কলিমুল্লার ও আলমাস এর স্ত্রীর বিচার চাই।
ডেস্ক রিপোর্ট