অভিনেতার বিরুদ্ধে মডেল নির্যাতনের অভিযোগ

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২৯ জানুয়ারি সকাল ১০টা নাগাদ সেই উঠতি মডেলকে রীতিমতো জোর করে বাড়িতে আটকে রেখেছিলেন অতীশ। শুধু তা-ই নয়, তাকে মারধরও করা হয় বলে অভিযোগে জানিয়েছেন সেই মডেল। ঘটনাচক্রে কবীর সুমনের বাড়ির বাসিন্দা অতীশ। পুলিশের নথিতে তেমনই উল্লেখ রয়েছে।
শরীরে বেশ কিছু জায়গায় কামড়ের দাগ রয়েছে ওই মডেলের। অতীশ ওই মডেলকে ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ জানিয়েছেন তিনি। এ ছাড়াও ওই মডেলকে বারবার হুমকিও দিয়েছেন।
ঘটনার পর উঠতি মডেলকে নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার, হরিদেবপুর থানায় ওই মডেল লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতে অতীশকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার অতীশকে আলিপুর আদালতে পেশ করার কথা।
অতীশ তেমন জনপ্রিয় অভিনেতা নন। সিআইডি বাংলা সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে তাকে। এ ছাড়া কিছু হিন্দি সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি।