বিনোদন

অভিনেত্রী তারিনের বাবা আর নেই

দেশের শোবিজে শোক সংবাদ যেন থামছেই না। এবার না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান। আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সাড়ে ৩টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

তারিনের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী। ফেসবুকে তিনি লেখেন, ‘আংকেল যেখানেই থাকুন ভালো থাকুন’।

জানা যায়, তারিনের বাবা মো. শাহজাহান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ডিসেম্বরে গুরুতর অসুস্থ হন তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৫০ দিনেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শরীর হঠাৎ বেশি খারাপ হওয়ায় গত ৭ ফেব্রুয়ারি সিসিইউতে নেওয়া হয় তাকে।

সে সময় তারিন ফেসবুকে লিখেছিলেন, ‘৪৭ দিন লড়াই করার পর গুরুতর অসুস্থ অবস্থায় বাবাকে ফের সিসিইউতে ভর্তি করা হয়েছে। সবাই বাবার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, তারিনের বাবা মো. শাহজাহান ব্যবসায় করতেন। তার মা তাহমিনা জাহান একজন গৃহিণী। পাঁচ বোনের মধ্যে সবার ছোট তারিন। তারিনের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন মিডিয়ার অনেকেই।

Related Articles

Back to top button