অশ্বিনকে এবার ঘরে ফিরতে বললেন স্ত্রী প্রীতি
জৈব সুরক্ষা বলয়-ক্রিকেটারদের জন্য যেন জেলখানার জীবন! পরিবার থেকে বিচ্ছিন্ন। করোনা মহামারির কারণে একটা নির্দিষ্ট গন্ডিতে সব সময় সতর্ক হয়ে চলা ফেরা। ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ খেলতে গত জানুয়ারির শেষ থেকেই পরিবার থেকে দূরে। অবশেষে শেষ হলো লড়াই। ভারত সিরিজ জিতল ৩-১ ব্যবধানে। বল হাতে দাপট দেখিয়ে সিরিজ সেরা রবিচন্দ্রন অশ্বিন। সিরিজ শেষ হতেই তার স্ত্রীর আবদার ‘ঘরে ফিরে এসো’!
ইংলিশদের বিপক্ষে সদ্য শেষ সিরিজে অশ্বিন স্পিন যাদুতে নিয়েছেন ৩২ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে ৬ ইনিংসে তুলেছেন ১৮৯ রান। মজার ব্যাপার হলো- টেস্ট সিরিজে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান ব্যাটে। অথচ বোলার হিসেবেই পরিচিতি তার।
স্বামীর এমন সাফল্যে গর্বিত স্ত্রী প্রীতি। একইসঙ্গে অফ স্পিনারের কাছে এক আবদার রাখলেন। টুইটারে প্রীতি লিখলেন, ‘অনেক হয়েছে! এবার জৈব বলয় ভেঙে ফিরে এসো ঘরে!’ করোনার কারণেই যতো সমস্যা। গত বছর আইপিএল থেকে জৈব বলয়ে থাকতে শুরু করেছেন অশ্বিন। তারপরই অস্ট্রেলিয়া সফর। দেশে ফিরেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। সংগত কারণেই স্ত্রী প্রীতি নারায়ানাণের ধৈর্যের বাঁধ ভাঙবেই।
মাঠে সময়টা দুর্দান্ত কেটেছে অশ্বিনের। সবশেষ আহমেদাবাদে শেষ টেস্টে ৮ উইকেট নিয়েছেন তিনি। এই সিরিজেই দ্রুততম ভারতীয় বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেটের ক্লাবে পা রাখেন অশ্বিন। মাত্র ৭৭ টেস্টে এই সাফল্য পেয়েছেন তিনি।