অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসিতে নালিশ দক্ষিণ আফ্রিকার
কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। কারণ হিসেবে তারা ওই সময় দেশটির করোনা পরিস্থিতির অবনতির কথা জানায়। তবে অস্ট্রেলিয়ার এমন দাবি মেনে নিচ্ছে না প্রোটিয়ারা। অজিদের বিপক্ষে আইসিসিতে নালিশ করেছে তারা।
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার সফর স্থগিত করার বিষয় নিয়ে নিজেদের অসন্তোষের কথা জানায় সিএসএ। এবার তারা আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে বলে জানিয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
এই বিষয়ে সিএসএর দেওয়া একটি চিঠি পাওয়ার দাবি তাদের। ওই চিঠিতে সিএসএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি আইসিসির কাছে মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এফটিপির সূচিভঙ্গের অভিযোগ করেছেন।
আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সময়সীমা। এর মধ্যে ওই সিরিজ পুনরায় আয়োজন সম্ভব নয়। তাই অস্ট্রেলিয়ার সফর বাতিলের সিদ্ধান্তর যৌক্তিকতা কতটুকু এই ব্যাপারে আইসিসির কাছে নিজেদের অভিযোগ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। এই সিরিজ না হওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে সিএসএ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১৪৪ পয়েন্ট পেয়েছে প্রোটিয়ারা।