শাকিল কিশোর গ্যাংএর হাতে আহত নিরহ সুমনের পরিবার

নারায়ণগঞ্জ সোনারগাঁও থানাধীন কিশোর গ্যাং এর উৎপাত অতিরিক্ত আকারে ধারন করে।

তেমননি একটি ঘটনার বহিঃপ্রকাশ সোনারগাঁও বসবাসকারী সনমান্দি ইউনিয়নের পাঁচ আনি গ্রামের গিয়াসউদ্দিন ও তার ছেলেকে, পূর্ব শত্রুতার জেরধরে কিশোর গ্যাং বাহিনী রড,লাঠি সোঠা দিয়ে এলোপাতাড়ি আগাত করে আহত করে রক্তাক্ত জখম করে।

বর্তমানে গিয়াসউদ্দিনের ছেলে সুমন গুরুতর আহত হয়ে সোনারগাঁও উপজেলা সাস্থ কমপ্লেক্স হাসপাতালে ভর্তি আছে।  কিশোর গ্যাংএর অন্যতম প্রধান শাকিল (২০) পিতা- অজ্ঞাত,সাকিব (২১) পিতা- বীর বাহাদুর সবাই সনমান্দি ইউনিয়নের চেঙ্গাকান্দির। এই কিশোর গ্যাং মিলে এলাকায় যাকে তাকে মারপিট করে একটি আতঙ্ক তৈরি করে রাখে।এই মারামারির ঘটনায় জানা যায় গিয়াসউদ্দিনের ছেলে শরিফের পেন্টের পকেট থেকে টাকা নিয়েযায় ও সুমনের গলা থেকে একটি চেইন ছিনিয়ে নিয়ে যায়, এভাবেই চলছে কিশোর গ্যাং শাকিল বাহিনীর উৎপাত,এবিষয়ে থানায় অভিযোগও হয়েছে।

অভিযোগে তদন্তের দ্বায়িত্বে আছে এস আই সজিব।সাধারণ মানুষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় এনে এই কিশোর গ্যাং উৎপাতের হাত থেকে রেহাই চান গ্রামবাসী

Related posts

Leave a Comment