তথ্যপ্রযুক্তি

আইফোন ও আইপ্যাড ট্র্যাক করার জন্য অনুমতি নেবে ফেসবুক

ব্যবহারকারীদের কাছ থেকে আইফোন ও আইপ্যাড ট্র্যাক করার জন্য অনুমতি নেবে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। যারা আইফোন ও আইপ্যাড ট্র্যাক করার অনুমতি দেবে তাদের আরও পার্সোনালাইজড বিজ্ঞাপন দেখানো হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য জানিয়েছে।

পার্সোনালাইজড বিজ্ঞাপনের ওপর যেসব ব্যবসা প্রতিষ্ঠান নির্ভর করে সেসব ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখতে পাবেন ব্যবহারকারীরা। ফেসবুকের বিজ্ঞাপন ও ব্যবসায়িক পরিষেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান লিভাই এক ব্লগপোস্টে বলেন, ‘সম্মতি দিলে ফেসবুক ব্যবহারকারীর তথ্য নিতে পারবে না। সম্মতি দেয়ার ফলে আমরা নতুন নতুন বিজ্ঞাপন মানুষের সামনে দেখাতে পারবো।’

নিজেদের প্রাইভেসি অ্যাপ ‘ট্র্যাকিং ট্রান্সপারেন্সি’ বাজারে আনার পরিকল্পনা করেছে সফটওয়্যার নির্মাতা অ্যাপল। ইউএস টুডের এক প্রতিবেদনে বলা হয়, এই টুলের ব্যাপারে ফেসবুক অভিযোগ জানিয়ে আসছে। তারা বলছে, এটা কেবল মুনাফা অর্জনের জন্য তৈরি করা হয়েছে।

ব্লগপোস্টে লিভাই বলেন, ‘ট্র্যাকিং ট্রান্সপারেন্সি অ্যাপের মাধ্যমে অ্যাপল মুনাফা অর্জনের দিকে মনোযোগ দিয়েছে, গোপনীয়তার জন্য নয়। অন্যদিকে কনফারেন্স অন কম্পিউটারস: প্রাইভেসি অ্যান্ড ডেটা প্রটেকশন শীর্ষক ভার্চুয়াল বৈঠকে যুক্তরাষ্ট্রের বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, ‘ভুল তথ্য ও মেরুকরণের মাত্রা বৃদ্ধি পাওয়ার পরেও ফেসবুকের মতো প্রতিষ্ঠান তথ্য সংগ্রহকে প্রাধান্য দিচ্ছে।’

টিম কুক আরও বলেন, ‘অনেকেই প্রশ্ন করছেন এই অ্যাপের মাধ্যমে অ্যাপল কোম্পানির সাফল্য ধরে রাখা সম্ভব কিনা। তাদের প্রশ্ন এমন হওয়া উচিত এর কেমন পরিণতি হতে পারে।’

Related Articles

Back to top button