আমির খানের নতুন ফ্ল্যাট
আবারও ফ্ল্যাট কিনছেন বলিউড তারকা আমির খান। অভিনেতার নতুন ফ্ল্যাট কেনার খবরটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। তারা জানায়, সোমবার (১ মার্চ) সকালে আমিরকে মুম্বাইয়ে বান্দ্রার পালি হিল এলাকায় দেখা যায়। ওই এলাকায় তিনি একটি নতুন অ্যাপার্টমেন্ট কিনতে গিয়েছিলেন। পালি হিলের একটি বহুতল ভবনের ১৮ তলায় অ্যাপার্টমেন্ট কিনছেন তিনি।
মুম্বাইয়ের বান্দ্রাতেই আমিরের আরেকটি অ্যাপার্টমেন্ট রয়েছে। খোলামেলা বিশাল ব্যালকনিতে দাঁড়ালে যেন গোটা মুম্বাই শহর চোখে ধরা দেয়। এই অ্যাপার্টমেন্টে আলাদা একটি ঘর রয়েছে বিনোদনের জন্য। যার দেয়ালে লাগানো বড় মাপের একটি টিভি। পরিবারের সঙ্গে বসে সিনেমা দেখা, গান শোনা কিংবা গল্প করা, সবই চলে এই ঘরে।
দেশে ফ্ল্যাট কেনার প্রতি আগ্রহ থাকলেও বিদেশে কোনো সম্পত্তি নেই আমিরের। এক সাক্ষাৎকারে আমির নিজেই জানিয়েছেন, বিদেশে বাড়ি কিনতে তার বা স্ত্রী কিরণের কোনো আগ্রহ নেই। তারা দেশে থাকতেই পছন্দ করেন।
বর্তমানে ‘লাল সিংহ চড্ডা’র শুটিং নিয়ে ব্যস্ত আমির খান। লকডাউনের কারণে পিছিয়ে যায় সিনেমাটির মুক্তি। এর মাঝেই আবার দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন সিনেমার অভিনেত্রী কারিনা কাপুর। শুটিং শেষ হলেই জানা যাবে এটি কবে মুক্তি পাবে।