আসুন একসাথে হাঁটি সমতার পথে: ববি
বিশ্ব নারী দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় নারীদের নিয়ে কথা বলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ববি হক। নিজের ইউটিউব চ্যানেল ‘ববস্টার ফিল্মস’-এ ভিডিওটি প্রকাশ করেন অভিনেত্রী।
সাদাকালো এবং রঙিন আলোয় মোড়ানো ভিডিওতে ববি বলেন, ‘আপনাকে বলছি। শুনতে পাচ্ছেন? আমরা অবহেলিত ঘরে, আমরা উপেক্ষিত বাইরে। সমতার পৃথিবী গড়তে আপনি কি হবেন আমাদের সহযাত্রী?’
নারীর অর্জনকে মূল্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘নারীর অর্জনকে মূল্য দিতে শিখি। নারী সাফল্যে অভিনন্দন জানাতে শিখি। আসুন একসাথে হাঁটি সমতার পথে। নারীর অর্জন হোক সার্বজনীন উৎসব। স্বীকৃতি পাক নারীর সাফল্য।’
ববি সম্প্রতি জানান, মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠকে নিয়ে নির্মিতব্য ‘রণযোদ্ধা’ সিনেমায় অভিনয় করবেন তিনি। এটি পরিচালনাও করবেন সাত পরিচালক। তারা হলেন-কাওসার মাহমুদ, সানী সানোয়ার, গৌতম কৈরী, কামরুল ইসলাম রিফাত, সাকিব সনেট, রাইসুল ইসলাম অনিক, রাশিদ পলাশ। সিনেমাটি প্রযোজনা করবে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট ও পুণ্য ফিল্মস।