তথ্যপ্রযুক্তি

ইঞ্জিনিয়ারদের ছাঁটাইয়ের হুমকি দিলেন ইলন মাস্ক!

একটি ফুটবল ম্যাচ নিয়ে টুইট করেছিলেন টুইটার কর্তা ইলন মাস্ক। কিন্তু জটিল অ্যালগরিদমের কারণে তাতে আশানুরূপ সাড়া পাননি। তাতেই বেজায় খেপেছেন সংস্থাটির ইঞ্জিনিয়ারদের ওপর। এমনকি টুইটারের ইঞ্জিনিয়ারদের ছাঁটাইয়ের হুমকিও দিয়ে রেখেছেন তিনি।

রোববার ফিলাডেলফিয়া ঈগলসের মুখোমুখি হয়েছিল ক্যানসাস সিটি চিফস। আমেরিকার ফুটবলের দুই প্রতিদ্বন্দ্বীর জমজমাট খেলা নিয়ে টুইট করেছিলেন মাস্ক। ঘটনাচক্রে, দুজনেই ঈগলসের সমর্থক এবং মাস্কের মতোই ওই দলের পক্ষ নিয়ে টুইট করেছিলেন বাইডেন।

সামাজিকমাধ্যম নিয়মিত ব্যবহারকারী জোয়ি শিফার এবং ক্যাসি নিউটনের দাবি, বাইডেনের (৩.৭ কোটি ফলোয়ার) তুলনায় বেশি ফলোয়ার (১২.৯ কোটি) থাকলেও মাস্কের টুইট দেখেছেন ১.১৬ কোটি টুইটার ব্যবহারকারী। অন্যদিকে বাইডেনের টুইটে ‘ভিউ’ ২.৯ কোটি। এরপরেই নাকি চটেছেন টুইটারকর্তা। সোমবারের মধ্যে টুইটারে জটিল অ্যালগরিদম বদল ঘটিয়ে বেশি সংখ্যকের কাছে তার টুইট পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করার নির্দেশ দেন তিনি।

অবশ্য টুইটারের অ্যালগরিদমের যে পরিবর্তন আসছে তা নিয়ে মাস্ক স্বয়ং রসিকতা ভরা একটি টুইট করেছেন। লিখেছেন, অ্যালগরিদমে যতক্ষণ না অদলবদল আনা হয়, ততক্ষণ পর্যন্ত অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকুন।

সূত্র : আনন্দবাজার

Related Articles

Back to top button