তথ্যপ্রযুক্তি

ইতালিতে ফেসবুককে ৭১ কোটি টাকা জরিমানা

ফেসবুককে ৭০ লাখ ইউরো জরিমানা করেছে ইতালির অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ এজিসিএম। বাংলাদেশি মুদ্রায় যা ৭১ কোটি টাকার বেশি। খবর বার্তা সংস্থা এএফপির।

প্রযুক্তি সুরক্ষা সংক্রান্ত ইতালির নিয়ন্ত্রক সংস্থা এজিসিএম বুধবার জানিয়েছে, ফেসবুক তথ্য সুরক্ষা সম্পর্কিত নীতি না মেনে ব্যবহারকারীর তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার কারণে এই জরিমানা করেছে তারা।

এজিসিএম জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট বাণিজ্যিকভাবে ব্যবহারের উদ্দেশ্যে কীভাবে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে সে বিষয়টি সঠিকভাবে কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে না পারার কারণে তাদের জরিমানা করা হয়েছে।

এজিসিএম এর আগেও একবার ফেসবুককে ৫০ লাখ ইউরো জরিমানা করেছে। অসাধু উপায়ে ব্যবহারকারীর তথ্য ব্যবসায়িক লক্ষ্যে ব্যবহারের অভিযোগ তুলে ২০১৮ সালে ফেসবুককে জরিমানা করে তখন সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ইতালির অ্যান্ট্রিট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে এ সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হলেও ফেসবুক কর্তৃপক্ষ সে আদেশ মানেনি। এরমধ্যে বুধবার একই অভিযোগে ফেসবুককে দ্বিতীয়বার জরিমানা করা হলো।

এজিসিএম বলছে, নিখরচায় বিজ্ঞাপন দেয় না ফেসবুক। কিন্তু তারপরও ‘বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ ও তার ব্যবহার সম্পর্কে তাত্ক্ষণিক ও স্পষ্ট কোনো তথ্য কোম্পানিটির পক্ষ থেকে এখনো সরবরাহ করা হয় না।’

Related Articles

Back to top button