ইনফিনিক্স স্মার্টফোনে মিলছে বাংলালিংকের ফ্রি ইন্টারনেট
ইনফিনিক্স ৯ প্লের ২/৩২ জিবির দাম ৭৯৯০ টাকা। একই মডেলের ৪/৬৪ জিবি পাওয়া যাবে ১০৪৯০ টাকায়। ইনফিনিক্স স্মার্ট ৫ এর ২/৩২ জিবির দাম ৮৪৯০ টাকা এব্ং ৩/৬৪ জিবি পাওয়া যাবে ৯৪৯০ টাকায়। ইনফিনিক্স হট ১০ ৪/১২৮ জিবি কেনা যাবে ১২৯৯০ টাকায়। নোট ৭ ৪/১২৮ জিবির দাম ১৫ হাজার ৯৯০ টাকা।
এসব মডেলের ফোন কিনলেই মিলবে বছরজুড়ে ১২ জিবি ও ২০০% পযন্ত ফ্রি ইন্টারনেট । প্রতি মাসে ১ জিবি করে ইন্টারনেট পাওয়া যাবে। প্রতি মাসে ৫১২ এমবি সাধারণ ইন্টারনেট প্যাক ও ৫১২ এমবি টফি ইন্টারনেট প্যাক উপভোগ করা যাবে। ইন্টারনেট বোনাসের মেয়াদ ৭ দিন।
বোনাস অফারটি বাংলালিংকের সকল নতুন ও পুরাতন প্রিপেইড অথবা কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য। প্রথম মাসের বোনাসের জন্য ৫০০০৫২১# ডায়াল করতে হবে। বাকি ১১ মাসের জন্য ৫০০০৫২৩# ডায়াল করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে ইন্টারনেট বোনাস দেয়া হবে। ইন্টারনেট ব্যালেন্স জানা যাবে ৫০০০৪৪*১# ডায়াল করে। এই অফার স্টক থাকা পর্যন্ত উপভোগ করা যাবে।
ইনফিনিক্স ফোনে বাংলালিংকের এই ইন্টারনেট বান্ডেল ৪ জি ও থ্রি জি। ৪ জি কভারেজ এলাকায় ৪জি ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। থ্রি জি কভারেজ এলাকায় গেলে থ্রি জি ইন্টারনেট স্পিড মিলবে। ৪জি স্পিডের জন্য সাবস্ক্রাইবারকে ডায়াল করতে হবে ৫০০০৪৪*১#।