তথ্যপ্রযুক্তি

এটিই কি বিশ্বের সবচেয়ে স্মার্ট মাস্ক?

গেমিং কোম্পানি রেজার বিশ্বের সবচেয়ে স্মার্ট ফেসমাস্ক তৈরি করেছে বলে দাবি করেছে। এই প্রোটোটাইপ গেমিং কোম্পানি বলেছে, ব্যবহারকারীরা যাতে ইচ্ছামতো ব্যবহার করতে পারে সেই কথা চিন্তা করে আধুনিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট ফেসমাস্কটি তৈরি করা হয়েছে।

ব্যবহারকারী যাতে ঠিকমতো শ্বাসপ্রশ্বাস নিতে পারেন ও স্বচ্ছন্দে কথা বলতে পারেন সেই কথা মাথায় রেখে এই ফেসমাস্কের ডিজাইন করা হয়েছে। কোম্পানিটি বলেছে ফেসমাস্কটি এন-৯৫ সার্জিক্যাল মাস্কের মতোই কাজ করবে। এই মাস্ক পরে হাঁটলে সহজেই ব্যবহারকারীকে শনাক্ত করা সম্ভব হবে। মাস্কটি কেউ কোনো অন্ধকার জায়গায় পরলে তার ভেতরের ভাগ অটোমেটিক আলোকিত হয়ে যাবে। ফলে ব্যবহারকারীকে চিনতে সুবিধা হবে।

বাজারে এখন এই মাস্ক প্রচুর পাওয়া যাচ্ছে। গেমিং কোম্পানি রেজার বলেছে, তাদের উদ্ভাবিত মাস্কটি কেউ কোনো অন্ধকার জায়গায় পরলে মুখের জায়গাটিতে আলো দেখা যাবে।
মাস্কটিকে আকর্ষণীয় করে তুলতে এতে ভয়েসম্যাপ ফিচার পেটেন্ট করা হয়েছে। অনেক সময় মাস্ক পরে থাকলে কথা বলতে অসুবিধা হয়। রেজার উদ্ভাবিত ফেসমাস্কটি মানুষের সঙ্গে কথা মাস্ক পরে কথা বলার এই অসুবিধা দূর করবে।

Related Articles

Back to top button