চাকরির খবর

এনজিও সংস্থায় চাকরির সুযোগ, লাগবে নিউজপেপারে কাজের অভিজ্ঞতা

মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মিডিয়া অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : মিডিয়া অফিসার। পদের সংখ্যা : ২টি। আবেদন যোগ্যতা : স্নাতক ও স্নাতকোত্তর পাস। তবে বাংলা, ইংরেজি, ম্যাস কমিউনিকেশন, জার্নালিজম বা সমমান বিষয়ে ডিগ্রি থাকতে হবে। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।

পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। নিউজপেপার, প্রিন্ট মিডিয়া, পিআর এজেন্সি বা এনজিওতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর। বিজ্ঞপ্তি অনুসারে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। কাজের ধরন অনুসারে বিভিন্ন জায়গায় ভ্রমণের আগ্রহ থাকতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মেডিকেল অ্যালায়েন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। সঙ্গে উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পাঠাতে হবে hr@mssbd.org এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

Related Articles

Back to top button