বিনোদন

ঐশ্বরিয়ার যে অভ্যেসটি তাঁর ননদের অপছন্দ

২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। এরপর কেটে গেছে প্রায় ১৪ বছর। বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং বচ্চন বাড়ির বউমার পাশাপাশি ঐশ্বরিয়া একজন সুদক্ষ মা-ও। মেয়ে আরাধ্যার জন্মের পর থেকে তাঁর জীবনে ঘটে গেছে ব্যাপক পরিবর্তন। বলিউডের সফল অভিনেত্রী যে একজন দক্ষ পুত্রবধূও। এবার সেই ঐশ্বরিয়ার বিরুদ্ধেই কি না মুখ খুললেন ননদ শ্বেতা বচ্চন!

কফি উইথ করণের একটি পর্বে অতিথি হয়ে এসে ঐশ্বরিয়ার বিরুদ্ধে এসব কথা বলেন তিনি। সেই অনুষ্ঠানের পুরনো একটি ভিডিও ফের ভাইরাল। যেখানে শ্বেতা জানান, ভাইয়ের স্ত্রীর একটি অভ্যেসকে ‘ঘৃণা’ করেন তিনি।

শ্বেতা জানান, ঐশ্বরিয়াকে ফোন করলে মাঝে মধ্যে পাওয়া যায় না। এমনকী, মেসেজ করলেও মেলে না উত্তর। বার বার যোগাযোগের চেষ্টা হলেও, তিনি হয় ফোন দেখেন না, না হয় মেসেজের উত্তর দেন না। ঐশ্বর্যর এই অভ্যেস তার একেবারেই পছন্দ নয়। অভিনেত্রীর উচিত তাঁর এই অভ্যেস বদল করা।

শ্বেতা আরও যোগ করেন, ফোন বা মেসেজের উত্তর না দেওয়ার খারাপ অভ্যেস থাকলেও, ঐশ্বর্য একজন ভালো মা। মেয়ের বিষয়ে কখনো কোনো কিছুতে কমতি রাখেন না ‍তিনি। পাশাপাশি ঐশ্বর্য খুব পরিশ্রমী। তিনি যেভাবে ক্যারিয়ার তৈরি করেছেন এবং নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন, সে জন্য তাঁকে সম্মান করেন বলেও জানান শ্বেতা।

পাশাপাশি ভাই অভিষেক বচ্চনকে নিয়েও মুখ খোলেন শ্বেতা বচ্চন। বলেন, অভিষেকের মজা করার যে ধরন, তা মোটেই তার পছন্দ নয়। এমনকী, অভিষেক মা জয়া বচ্চনের তুলনায় স্ত্রী ঐশ্বর্যকে বেশি ভয় পান বলেও ওই শোতে মন্তব্য করেন শ্বেতা বচ্চন।

Related Articles

Back to top button