বিনোদন

কঙ্গনার ওপর নজরদারি টুইটারের, সরিয়ে নিল পোস্ট

ভারতের কৃষক আন্দোলনের পক্ষে বলিউডের সব তারকা। তবুও যাকে তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন কঙ্গনা রানাউত। তার এমন আচরণে অতিষ্ঠ সবাই। এবার টুইটার থেকে সতর্ক করা হলো এই বলিউড তারকাকে।

৪ ফেব্রুয়ারি করা কঙ্গনার দুটি পোস্ট সড়িয়ে নিয়েছে টুইটার। এর কারণ হিসিবে তারা জানিয়েছে, টুইটারের বিধি ভঙ্গ করেছেন কঙ্গনা। এজন্য তার আপত্তিকর পোস্ট সরানো হয়েছে।’

কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সম্প্রতি টুইট করেছেন মার্কিন পপ তারকা রিহানা। সেখানেও আপত্তি কঙ্গনার। আন্তর্জাতিক এই তারকাকে কটাক্ষ করে টুইট করেছেন তিনি। যেখানে রিহানাকে ‘পর্ন স্টার’ পর্যন্ত বলা হয়েছে।

রিহানাকে নিয়ে এমন আপত্তিকর মন্তব্য করায় ক্ষেপেছেন তাপসী পান্নু। তিনি কঙ্গনাকে উদ্দেশ্য করে বলেন, ‘যদি একটি টুইট আপনাদের ঐক্যকে বিড়ম্বনায় ফেলে, বিশ্বাসকে দূর্বল করে। তাহলে আপনাদের সিস্টেম ঠিক করার দিকে নজর দেওয়া উচিত। প্রোপাগান্ডার শিক্ষক হওয়ার দরকার নেই।’

এমন মন্তব্যকে ছেড়ে কথা বলার লোক নয় কঙ্গনা। ঠিকই তাপসীর এই মন্তব্যে জবাব দিয়েছেন টুইট করে। সেখানে বলেন, ‘বি গ্রেড লোকের বি গ্রেড চিন্তাভাবনা। প্রত্যেকের উচিত নিজের দেশ কিংবা পরিবারের পাশে দাঁড়ানো। এটাই কর্ম, এটাই ধর্ম। বিনামূল্যে খাবার খেয়ে শুধু দেশের বোঝা হওয়া উচিত না। এইজন্যই আমি এদের বি গ্রেড বলি।’

টুইটের মাধ্যমে একের পর এক উস্কানিমূলক বার্তা দিচ্ছেন কঙ্গনা। তার এমন আচারণে টুইটার কর্তৃপক্ষের নজরে আবারও আসেন তিনি। এর আগেও এমন মন্তব্যের কারণে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল এই বলিউড কুইনের একাউন্ট।

Related Articles

Back to top button