বিনোদন

কঙ্গনার বিরুদ্ধে হৃতিকের ৪ ঘণ্টা বয়ান

হৃতিক রোশান ও কঙ্গনা রানাওয়াতের ইমেইল মামলার ইস্যু এখনও শেষ হয়নি। দিন গড়ালেও এখনও ঝুলে আছে মামলাটি। সম্প্রতি বিষয়টি আবারও সক্রিয় হয়েছে। এ নিয়ে বয়ান রেকর্ড করতে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে তলব করা হয়েছে হৃতিককে। নির্দেশ অনুযায়ী ঠিক সময়ে পৌঁছেও যান এই ‘কৃশ’ তারকা।

মুম্বাই ক্রাইম ব্র্যাঞ্চে পৌঁছাতেই হৃতিককে ঘিরে ছবি তুলতে ব্যস্ত হয়ে যান পাপারাজ্জিরা। বলিউডের এই তারকা সেখানে উপস্থিত ছিলেন ডেনিমের জিন্স ও কালো টি-শার্ট পরনে। পোশাকের সঙ্গে মিল রেখে মুখে ছিল মাস্ক।

প্রায় চার ঘণ্টা ধরে কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে বয়ান দেন হৃতিক রোশান। শনিবার সকাল ১১টা ৪৫ নাগাদ মুম্বাই পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চের অফিসে পৌঁছান হৃতিক। বিকেল ৪টা পর্যন্ত তার বয়ান রেকর্ড করা হয়।

‘কৃশ’ সিনেমায় অভিনয়ের পর কঙ্গনা ও হৃতিকের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে। এমন বক্তব্য গণমাধ্যমে কঙ্গনা নিজেই দিয়েছেন। তিনি আরও জানিয়েছিলেন, মেইলের মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ হতো।

কঙ্গনার এমন বক্তব্যের পর তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছিলেন হৃতিক। অভিনেতার দাবি করেছিলেন, কঙ্গনার বক্তব্য অযৌক্তিক। এমনকি তাদের প্রেমের বিষয়টিও অস্বীকার করেন তিনি।

হৃতিকের এসব অস্বীকারে চুপ থাকার পাত্রী তো কঙ্গনা নয়। তিনি জানিয়েছিলেন, তার কাছে সব প্রমাণ রয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে কঙ্গনার বিরুদ্ধে মামলা করেছিলেন হৃতিক। অনেকদিন হয়ে গেলেও সেই ইস্যুর কোনো সামধান হচ্ছিল না। এ কারণে গত বছর মামলা দ্রুত মীমাংসার জন্য আর্জি জানিয়েছিলেন হৃতিকের আইনজীবী। যা মঞ্জুর করেন আদালত। তার প্রেক্ষিতেই মুম্বাই ক্রাইম ব্র্যাঞ্চ থেকে হৃতিককে তলব করা হয়েছে।

Related Articles

Back to top button