করোনার টিকা নিলেন জেমস
মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে দেশজুড়ে চলছে টিকা গ্রহণ কার্যক্রম। মন্ত্রী, এমপি, ডাক্তার, নার্স, খেলোয়াড়, সংস্কৃতিকর্মী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের মানুষ গ্রহণ করছেন কোভিড-১৯ এর টিকা। এবার এই টিকা নিলেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমস।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকার প্রথম ডোজ নেন এই রকস্টার।
বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন। তিনি জানান, নিজ উদ্যোগেই টিকা নিয়েছেন জেমস। কোনো সংগঠন বা দলের পক্ষ থেকে নয়, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি টিকা গ্রহণ করেছেন।
রবিন আরও বলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে বিএসএমএমইউ’র স্বাস্থকর্মী সাদিয়া সুমি জেমস ভাইয়ের শরীরে টিকা পুশ করেন। টিকা গ্রহণের পর জেমস ভাই স্বাভাবিক ও সুস্থ আছেন। করোনার শুরু থেকেই তিনি সকল প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও সতর্কতা মেনে চলছিলেন। এবার টিকাও গ্রহণ করেছেন।’