বিনোদন

‘কেজিএফ টু’ মুক্তির দিনে সরকারি ছুটির দাবি

আগামী ১৬ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইয়াশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। এবার সিনেমাটি মুক্তির দিন সরকারি ছুটির আবেদন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়েছে সিনেমার নায়ক ইয়াশের ভক্তদের একটি গ্রুপ। এরইমধ্যে চিঠিটি ভাইরাল।

আলোচিত এই চিঠিতে লেখা রয়েছে, আমরা জানি বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ-চ্যাপ্টার টু’ আগামী ১৬ জুলাই (শুক্রবার) মুক্তি পাবে। সবাই সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সুতরাং আমরা আপনাকে এদিন সরকারি ছুটির দিন ঘোষণা করার অনুরোধ করছি। আমাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন। এটি শুধু সিনেমা নয়, একটা ইমোশনও!

২০১৮ সালে মুক্তি পায় সিনেমাটির প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। কৃষ্ণপ্পা বেয়ার ‘রকি’র গল্প নিয়ে করা সিনেমাটি মুক্তির পর ব্যবসায়িকভাবে বেশ সফল হয়। সিনেমাপ্রেমী দর্শক ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’-এর কথা আজো ভুলতে পারেননি। তাই পরের কিস্তি দেখার জন্য আড়াই বছর ধরে অপেক্ষা করছেন। এবার ‘চ্যাপ্টার টু’ মুক্তির ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই সরকারি ছুটি চেয়ে আবেদন করলেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে।

‘কেজিএফ- চ্যাপ্টার টু’ পরিচালনায় রয়েছেন প্রশান্ত নীল। ইয়াশ ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। ভারতেজুড়ে এটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায়।

Related Articles

Back to top button