ক্যাটস আইয়ে নিরীক্ষাধর্মী নতুন ডিজাইনের পোশাক

শীতকাল মানেই ফ্যাশনের মৌসুম। এই শীত শীত সময়ে দৈনন্দিন জীবনধারার স্ট্রিট টু ফেস্টিভ ফ্যাশনে নিরীক্ষাধর্মী ডিজাইনের সংগ্রহ এনেছে ফ্যাশন ব্র্যান্ড ক্যাটস আই। টেইলারিংয়ে আধুনিকতা, সাথে উন্নত কাপড় সবই মিলবে এক ছাদের নিচে প্রতিটি স্টোরে।
ক্যাটস আই এর পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস জানান, ক্যাটস আইয়ের ফরমাল ও ক্যাজুয়াল শীত পোশাকের পাশাপাশি এবার থাকছে সান্ধ্যকালীন অনুষ্ঠান উপযোগী স্বতন্ত্র্য ডিজাইনের শেরওয়ানি, মেনডারিন ভেস্ট (কটি) বা স্যুটও। রঙ, প্যাটার্ন এবং আরামদায়ক কাপড়ে প্রাধান্য পেয়েছে ডিজাইনারের মৌসুম ভিত্তিক নিরীক্ষাধর্মী কাজ।
নতুন পণ্যের নিয়মিত ছবিসহ আপডেট পাবেন ক্যাটস আই ভেরিফাইড ফেসবুক ফ্যান পেইজ বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে। এছাড়া ঘরে বসেই পণ্য ডেলিভারি সুবিধাসহ সর্বোচ্চ ২০% মূল্যছাড় মিলবে প্রতিটি অনলাইন অর্ডারে। স্টোরের পাশাপাশি অনলাইনে মূল্যছাড়ে পণ্য কিনতে ভিজিট করুন www.catseye.com.bd ঠিকানায়।