ইন্টার মিলান এখন সেমিফাইনালের পথে

খেলাধুলা ডেস্কঃ

বহু বছর পর ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাব প্রতিযোগিতায় দাপট দেখাচ্ছে ইতালিয়ান ক্লাবগুলো। উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে সর্বোচ্চ তিনটি দল এসেছে সিরি’এ লিগ থেকে। তবে শেষ আটেই থেমে যাবে ইতালির যে কোনো এক ক্লাবের স্বপ্নযাত্রা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে যে মুখোমুখি হচ্ছে এসি মিলান ও নাপোলি ইতালির আরেক ক্লাব ইন্টার মিলান কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগিজ জায়ান্ট বেনফিকাকে। মঙ্গলবার রাতে শেষ আটের প্রথম লেগের ম্যাচে তাদের মাঠেই জিতেছে সান সিরোর দলটি। সিরি’এ লিগের প্রাক্তন চ্যাম্পিয়ন ইন্টার মিলান বেনফিকার বিরুদ্ধে জিতেছে ২-০ গোলে। ম্যাচের দুটো গোলই হয়েছে বিরতির পর।

প্রথমার্ধের পৌনে এক ঘণ্টায় দুই দলই গোলের পর্যাপ্ত সুযোগ তৈরি করেছে। কিন্তু ফিনিশিং দুর্বলতায় সাফল্য পায়নি কেউ। দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙেন নিকোলা বারেল্লা। ৫১ মিনিটে গোল করে ইন্টার মিলানকে এগিয়ে দেন ইতালিয়ান মিডফিল্ডার। গোল শোধে মরিয়া স্বাগতিক বেনফিকা ম্যাচের শেষ দিকে হজম করে আরও একটা। ৮২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। ইন্টার মিলান দ্বিতীয় গোলটা পেয়েছে পর্তুগিজ ডিফেন্ডার হোয়াও মারিওর ভুলে। ডি-বক্সে হ্যান্ডবল করেন তিনি। পরে ভিডিও অ্যাসিস্টটেন্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত জানান ম্যাচকর্তা মাইকেল অলিভার। পেনাল্টির সুযোগ কাজে লাগান পরিবর্তিত ফরওয়ার্ড লুকাকু।

দুর্দান্ত এই জয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল ইন্টার মিলান। আগামী ১৯ এপ্রিল ঘরের মাঠ সান সিরোতে দ্বিতীয় লেগে ড্র করলেই চলবে তাদের। এক গোলে হারলেও শেষ চারে যেতে সমস্যা হবে না ইতালিয়ান ক্লাবটির। তবে টুর্নামেন্টে টিকে থাকতে ফিরতি লেগে অলৌকিক একটা প্রত্যাবর্তন করতে হবে বেনফিকাকে; জিততে হবে অন্তত তিন গোলের ব্যবধানে।

অন্যথায় দুই গোলে জিতে বাজিমাত করতে হবে টাইব্রেকে। ঘরের মাঠে জয়ের সুযোগ হাতছাড়া হওয়া বেনফিকার জন্য ইন্টার মিলানের দুর্গে গিয়ে তেমনকিছু করাটা শুধু কঠিনই নয়, কঠিনতর।

Related posts

Leave a Comment