তথ্যপ্রযুক্তি

গুগল কর্মীদের নিয়ে তৈরি হলো প্রথম ইউনিয়ন

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল নির্মাতা প্রতিষ্ঠান অ্যালফাবেটে কর্মরত কর্মীদের নিয়ে তৈরি হয়েছে ইউনিয়ন। বিবিসির খবরে জানা যায়, সাম্প্রতিক সময়ে সার্চ ইঞ্জিন জায়ান্টটির এমন উদ্যোগ দেখা যায়নি। ইউনিয়ন তৈরির মাধ্যমে কোম্পানির বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে কথা বলার অধিকার পাবে কর্মীরা।

গুগল বলেছে, কর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। গুগলের পিপলস অপারেশন কারা সিলভার্স্টিন এক বিবৃতিতে বলেন, ‘আমরা সবসময় কর্মীদের জন্য কর্মক্ষেত্রকে সুন্দরভাবে সাজাতে চাই এবং কর্মীদের বিভিন্ন সমস্যায় পাশে থাকতে চাই।’

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের কর্মী তিমনিত গেবরুকে ২০২০ সালের ৩ ডিসেম্বর ছাঁটাই করে দেয়া হয়। এর প্রতিক্রিয়ায় গুগলের অন্যান্য কর্মী সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা করেন এবং এর নিন্দা জানিয়ে ৪ ডিসেম্বর এক কর্মী সমাবেশের আয়োজন করেন। গুগল সেই সময় কর্মীদের সমাবেশের বিষয়ে বলেছিলো, এটা নিছক কর্তৃপক্ষের সঙ্গে কর্মীদের ভুল বোঝাবুঝি।

এর আগে তারা ম্যাভেন প্রকল্পের বিরোধিতা করতে থাকেন। ম্যাভেন প্রকল্প হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি প্রকল্প। এটি ২০১৭ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হয়। গুগল এতে সহায়তা করে আসছে। আর এটিই গুগলের কর্মীরা ইতিবাচকভাবে দেখেনি।

কর্মী ইউনিয়ন তৈরির ঘোষণাপত্রে গুগলের প্রোগ্রাম ম্যানেজার নিকি অ্যানসেলমো বলেন, ‘গুগলের কর্মীদের সংগঠিত রাখার জন্য এই ইউনিয়ন তৈরি করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই ইউনিয়ন অ্যালফাবেটের কর্মীদের সহায়তায় সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে।’

উল্লেখ্য, ইউনিয়নটি গুগলের যুক্তরাষ্ট্র ও কানাডার সব র‌্যাঙ্কের সফটওয়্যার প্রকৌশলীদের দ্বারা তৈরি হয়েছে। ইউনিয়নের ছোট একটি অংশ অ্যালফাবেটের কর্মীরা। এক টুইটে ইউনিয়নের সঙ্গে সংশ্লিষ্টরা বলেন, ‘আমরা চাই অ্যালফাবেটের কর্মীরা অর্থপূর্ণ দাবিদাওয়া আমাদের কাছে তুলে ধরুক।’

Related Articles

Back to top button