‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২১’ মনোনয়নে নেটফ্লিক্সের প্রভাব
২০২০ সাল মহামারির জন্য বন্ধ ছিল বিশ্বের সব সিনেমা হল। এই সুযোগে চুটিয়ে ব্যবসা করেছে নেটফ্লিক্স। সেই প্রভাব পড়েছে ৭৮ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসরে। ২৫ বিভাগে ৪২টি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের সিনেমা ও সিরিজ। এরমধ্যে ২০টি টিভি সিরিজে ও ২২টি সিনেমায়।
যেখানে ‘ম্যাংক’ সিনেমাটি মননোয়ন পেয়েছে ৬ বিভাগে। যেটির পরিচালক ডেভিড ফিঞ্চার। হারম্যান ম্যাংকিউইকজের লেখা ‘সিটিজেন কেন’ নির্মাণের গল্প অবলম্বনে ‘ম্যাংক’ সিনেমাটি নির্মিত।
নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’ পেয়েছে টিভি সিরিজ বিভাগের সর্বোচ্চ মননোয়ন। সেরা সিরিজ, সেরা ড্রামা ও সেরা অভিনয়সহ ছয়টি বিভাগে মনোনীত হয়েছে। সিরিজের সর্বশেষ সিজন ‘স্কিটস ক্রিক’ মনোনীত হয়েছে ৫ বিভাগে।
‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’ গত বছর নেটফ্লিক্সের আলোচিত সিনেমা। এটি পরিচালনা করেছেন আরন সরকিন। মনোনয়ন পেয়েছে ৫টি বিভাগে। ১৯৬৮ সালের ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সিনেমাটি।
আরন সরকিন বলেন, ‘মহামারিতে মানুষের ব্যাপক প্রাণহানির মধ্যে এই অনুষ্ঠান কিছুটা হলেও আনন্দ দেবে। চলতি বছরে এই অনুষ্ঠান উদযাপন একটু ভিন্নভাবে করা হবে। কে জানতো এভাবে আমাদের অনুষ্ঠান করতে হবে।’
বোরাট ও ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’-এর জন্য দুটি বিভাগে মনোনিত হন ব্যারন কোহেন। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘এই দুই সিনেমা একেবারেই ভিন্নধর্মী। কিন্তু এর বিষয় একই ধরনের। দুটি চরিত্রই আমার জন্য চ্যালেঞ্জের ছিল। তাই মনোনয়ন পেয়ে বেশ আনন্দ লাগছে।’