বিনোদন

নিজের ইউটিউব চ্যানেলে মুন্নীর প্রথম গান

দুই দশক ধরে অডিও, প্লেব্যাক, স্টেজেসহ সব মাধ্যমে নিয়মিত গাইছেন দিনাত জাহান মুন্নী। বেশ কিছু জনপ্রিয় গানও উপহার দিয়েছেন তিনি। ক্যাসেট ও সিডির যুগে দাপট দেখানো এই গায়িকা গত বছর জুলাইতে নিজের নামে খোলেন ইউটিউব চ্যানেল। এতদিন নিজের স্টেজ শো আর পুরনো গানের কিছু ভিডিও প্রকাশ করেছিলেন তাতে। দুই কন্যা প্রেরণা ও প্রতীক্ষাকে নিয়ে কিছু ঘরোয়া পরিবেশনাও উন্মুক্ত করেছিলেন।

এবার ভালোবাসা দিবস উপলক্ষে নিজের ইউটিউব চ্যানেলে প্রথম গান প্রকাশ করলেন মুন্নী। ১২ ফেব্রুয়ারি ‘কার্নিশে রোজ একটা পাখি’ শিরোনামের গান-ভিডিওটি উন্মুক্ত করেন তিনি। ভালোবাসার এই গানটির কথা লিখেছেন কবির বকুল। এস আই টুটুলের সুরে সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। ভিডিও নির্মাতা ইয়ামিন এলান।

দিনাত জাহান মুন্নী বলেন, ‘এখন অনলাইনের যুগ। বিশেষ করে গান প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ইউটিউব। আমিও তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি। ইউটিউবে প্রকাশিত আমার প্রথম গানটি নিজেরই খুব পছন্দের। আশাকরি শ্রোতারাও পছন্দ করবেন।’ এখন থেকে নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করবেন বলেও জানান তিনি।

Related Articles

Back to top button