বিনোদন

চলে গেলেন ঋষি কাপুরের ভাই অভিনেতা রাজিব কাপুর

গত বছরের ৩০ এপ্রিল মারা যান বলিউডের কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। তার ১০ মাস না যেতেই চলে গেলেন ঋষি কাপুর ও রণধীর কাপুরের ছোট ভাই অভিনেতা রাজিব কাপুর। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এদিন হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন রাজিব কাপুর। সঙ্গে সঙ্গে বড় ভাই রণধীর কাপুর তাকে বাসার কাছে চেম্বুরের ইনলাক্স হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা তাকে দেখে মৃত ঘোষণা করেন।

ঋষি কাপুরের পর রাজিব কাপুরও চলে যাওয়ায় স্বভাবতই শোকস্তব্ধ কাপুর পরিবার। শোকাহত রণধীর কাপুর বলেন, ‘আমার ছোট ভাইকে হারালাম। ডাক্তাররা অনেক চেষ্টা করলেন। কিন্তু পারলেন না।’

১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন রাজীব। অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও দেখা গেছে তাকে। ঋষি কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমা ‘প্রেমগ্রন্থ’ পরিচালনা করেন রাজীব। তার অভিনীত অন্যান্য সিনেমার মধ্যে উল্লেখযোগ্য-‘লাভার বয়’, ‘আসমান’, ‘নাগ নাগিন’, ‘মেরা সাথী’, ‘জবরদস্ত’। ২০০১ সালে পেশায় আর্কিটেক্ট আরতি সবরওয়ালকে বিয়ে করেন তিনি।

চাচাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন কারিনা কাপুর খান ও করিশমা কাপুর। এদিন রাজীবের বাড়িতে যান কারিনা-করিশমার মা ববিতা কাপুরও।

Related Articles

Back to top button