অনলাইন নিউজ পোর্টাল প্রথম চাঁদপুরের আনুষ্ঠানিক পথচলা শুরু

 নিউজ পোর্টাল প্রথম চাঁদপুরের আনুষ্ঠানিক পথচলা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা আইনজীবী সমিতির (সাবেক) সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া ল্যাপটপের মাধ্যমে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভসূচনা করেন।
এসময় তিনি তার বক্তব্য বলেন, প্রথম চাঁদপুর অনলাইন নিউজ পোর্টাল মহান মুক্তিযুদ্ধের আদর্শে সত্য সুন্দরের পথে এগিয়ে যাবে। আজ সমাজে যেভাবে মাদকের প্রভাব ছড়িয়ে পড়ছে। তা সাংবাদিকরা তুলে ধরতে পারছে না। তাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে। ক্ষমতার প্রভাবে, টাকার প্রভাবে অথবা শক্তির প্রভাবে। সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জামাল আহমেদ আখন্দ হচ্ছে চাঁদপুরের সাংবাদিকদের মধ্যে একজন নির্ভরযোগ্য সাংবাদিক। আমরা সব সময় তাকে ভালো কাজে সহায়তা করে যাব।
সিসিডি এস এর নির্বাহী পরিচালক মোঃ সেলিম পাটোওয়ারীর সভাপতিত্বে ও প্রথম চাঁদপুর নিউজ পোর্টাল এর প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক জামাল আহমেদ আখন্দ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক. কলামিস্ট.অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গনি, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আমেনা বেগম, চাঁদপুর জেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক কালী মোহন মন্ডল, চাঁদপুর জেলা স’মিল মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর বেপারী, সংগঠক ও সমাজ সেবক আরিফুর রহমান , নবরূপ মানবাধিকার সংগঠনের সভাপতি পিএম বিল্লাল, নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহবুবুর রহমান, অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর ডাক এর প্রকাশক মোঃ বাদশা ভূইয়া, ৭১ কন্ঠে পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রাসেল গাজী, দৈনিক চাঁদপুর সংবাদের স্টাফ রিপোর্টার ওমর শরীফ সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment