মুহাম্মদ বাদশা ভূঁইয়াঃ
যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও আনন্দ র্যালি
মুহাম্মদ বাদশা ভূঁইয়া।। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ নভেম্বর বিকেল ৩ টায় জি এম সেনগুপ্ত রোড যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জসীম উদ্দিন পাটোয়ার।
চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন,চাঁদপুর জেলার যুবলীগের যুগ্ন আহ্বায়ক আবু পাটওয়ারী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটোয়ারী ,
জেলা যুবলীগের সদস্য কাউছার আহমেদ সোহাগ পাটওয়ারী ও যুবলীগের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক হোসাইন মাহমুদ হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের সদস্য, রিপন ভদ্র, জেলা যুবলীগের সদস্য লিলু হাওলাদার, জেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মাহবুবুর রহমান চিশতী,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান খোকা,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক,পারভেজ করিম বাবু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, হাসিবুজামান পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট খালেদ মোশারফ
চাঁদপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, আবু বকর ছিদ্দিক, সদর উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ডাঃ শেখ মহসিন, সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আব্দুল লতিফ মামুন মিজি, সদর উপজেলা যুবলীগের সাবেক ত্রন ও সমাজ কল্যাণ সম্পাদক, কালাম বকাউলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন
সভায় বিভিন্ন ওয়ার্ড যুবলীগের বর্তমান ও সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, উপস্থিত ছিলেন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। সেই লক্ষ্যকে সামনে নিয়েই অগ্রসর হচ্ছে যুবলীগ।
পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সাতটি জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৪ সালের প্রথম জাতীয় কংগ্রেসে শেখ ফজলুল হক মনি চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৮ সালে দ্বিতীয় কংগ্রেসে আমির হোসেন আমু চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন মোস্তফা মহসীন মন্টু। ১৯৯৬ সালের চতুর্থ জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন শেখ ফজলুল করিম সেলিম। ২০০৩ সালের পঞ্চম কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন জাহাঙ্গীর কবির নানক। এ কমিটি ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে।
২০১২ সালে অনুষ্ঠিত হয় সংগঠনটির ষষ্ঠ জাতীয় কংগ্রেস। এ কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। ২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হন শেখ পরশ। তার সঙ্গে সাধারণ সম্পাদক হন মাইনুল হোসেন খান নিখিল। এখন পর্যন্ত তাদের নেতৃত্বেই এগিয়ে চলছে সংগঠনটি