আশিকাটি ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের সার্বিক বিষয়ে পরিদর্শনে আসেন জেলা প্রশাসক কামরুল হাসান।
সদর উপজেলার ৪নং শাহ্ মাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মান্দারী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
গতকাল ৬ ডিসেম্বর, মঙ্গলবার সকাল এগারোটায় মাদ্রাসার উন্নয়নমূলক কাজের বিভিন্ন দিক তদারকি করেন। তদারকির সময়ে জেলা প্রশাসকের মাদ্রাসায় ল্যাব না থাকার বিষয়টি দৃষ্টিগোচর হয়। এ ব্যাপারে তিনি আলোচনা করেন। যেহেতু ডিজিটাল বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি ল্যাব শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জেলা প্রশাসক এ পরিদর্শনে যাওয়ায় চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটোয়ারী ও ভূমি কর্মকর্তা মাহমুদা বেগম সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহ্ নাজ, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্যাহ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইবনে আল জাহেদ হোসেন।
এছাড়াও ইউনিয়ন পরিষদের যারা উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, যুগ্ন আহবায়ক মামুন মাল, ইউপি সচিব আবু বকর মানিক, হিসাব সহকারী সঞ্জিত কুমার, ২ নং ওয়ার্ড সদস্য সোহাগ খান, তিন নং ওয়ার্ড সদস্য মহসিন মৃধা, ৪ নং ওয়ার্ড সদস্য বিল্লাল মাল, ৫ নং ওয়ার্ড সদস্য বিল্লাল বেপারী, ৭ নং ওয়ার্ড সদস্য কামাল পাটোয়ারী, ৮ নং ওয়ার্ড সদস্য তাফাজ্জল কাজী, ৯ নং ওয়ার্ড সদস্য শামসুল হক প্রধানিয়া।
ভূমি অফিস পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ইউপি ভূমি কর্মকর্তা মাহমুদা বেগম, অফিস স্টাফ নাজমা বেগম ও কোহিনুর আক্তার।