চাঁদপুরে দেড় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

  • নিজস্ব প্রতিনিধি।।
    চাঁদপুরের কচুয়া উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২৩ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ এবং ২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের (উপশি জাত) আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ জুন) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসব সার ও বীজ বিতরণ করেন প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, এক সময় এ কচুয়ায় ধান আর পাট হতো এর বাইরে অন্য কোন ফসল হতো না। এখন কচুয়ায় ধান ভূট্টা, গম, পাট, সবজি, ফল চাষ করা হয়। আপনারা ৭২-৭৩ সালে যে ধান উৎপাদন করতেন সে ধান ১২০ দিনে ঘরে আসতো। বর্তমানে উন্নত বীজ আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার ফলে ৮৫ দিনে ধান ঘরে আসে। পূর্বের থেকে এখন আড়াই গুন বেশি বিঘা প্রতি ধান উৎপাদন হচ্ছে।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজুমল হাসানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরী, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোফায়েল হোসেন, বীর মুক্তিযুদ্ধা আনোয়ার সিকদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার ও কৃষাণী লাকি রানী প্রমূখ।

Related posts

Leave a Comment