কম্পিউটার সেবা দাতা ব্যবসায়ীদের মতবিনিময় ও পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর কম্পিউটার সার্ভিস এসোসিয়েশন আয়োজনে – চাঁদপুরে কম্পিউটার সেবা দাতা ব্যবসায়ীদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১ জুলাই বিকেলে শহরের নতুন বাজার, কদমতলা পৌর মার্কেটে কম্পিউটার ব্যবসায়ীদের নিয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এই সময় ব্যবসায়ীরা মতবিনিময় সভায় বলেন, আমাদের এই সমাজে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার পাশাপাশি তাদের একটি সংগঠন, সমিতি, বা এসোসিয়েশন রয়েছে। তারা সবাই সবার ব্যবসা প্রতিষ্ঠানে এসোসিয়েশনের নিয়ম ভাবে পরিচালনা করেন। তাই আমাদের চাঁদপুর শহরে কম্পিউটার ব্যবসায়ীদের নিয়ে এসোসিয়েশন /সংগঠনের নিয়ম ভাবে পরিচালিত হয় তাহলে আমার সবাই অনেকে ব্যবসায় লাভবান হবো।

তারা আরো বলেন, বিশ্বের মহামারী করোনাকালীন’র পর থেকে বাংলাদেশের আর্থিক মন্দা পরিস্থিতি তৈরী হয়, কম্পিউটার ব্যবসায় ব্যবহৃত সকল এক্সোসরিজ ও দ্রব্য/পন্য মূল্যস্ফীতি হওয়ায় কম্পিউটার সেবাদাতা প্রতিষ্ঠান গুলো স্বমন্বয়তা না থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আসছি। তাছাড়া চাঁদপুরের সকল ব্যবসায়ীদের একটি সমিতি/এসোসিয়েশন রয়েছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো। এখন সময় এসেছে সবাই মিলে একটি ফ্লাটফর্ম তৈরী করবো। সুখে-দুঃখে সবাই একসাথে হাত মিলিয়ে সকলের পাশে থাকবো।

এস আই টি সেন্টারের স্বত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম আকাশ সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন, এফ এফ কম্পিউটার স্বত্বাধিকারী শাহ মোহাম্মদ আমানত ও অন্বেষা আইটি সেন্টার স্বত্বাধিকারী হোসাইন আহমেদ সোহেল,

  • উক্ত সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা এম.কে. ল্যাব ও কম্পিউটারের স্বত্বাধিকারী মোঃ মানিক,
    আইটেক কম্পিউটার মোঃ সোহরাব হোসেন, তাজল কম্পিউটার, মোঃ তাজুল ইসলাম, ইকরা কম্পিউটার মোঃ রুহুল আমিন, প্রচেষ্টা কম্পিউটার আমিনুল ইসলাম পারভেজ, সিলিকন ভ্যালি, কম্পিউটার পয়েন্ট, কনফিডেন্স কম্পিউটার মোহাম্মদ ফাহিম, ইংলিশ কম্পিউটার কামরুল ইসলাম, গ্লোবাল কম্পিউটার মোঃ: সাগর, হাজী ডিজিটাল কম্পিউটার মোঃ ইউসুফ , আইডিয়াল কম্পিউটার ফারুক হোসাইন, আইমান কম্পিউটার মোঃ ফরিদ খান, মা কম্পিউটার মোহাম্মদ ইউসুফ , রংধনু কম্পিউটার শাহ কামাল রুবেল, মা কম্পিউটার ইউসুফ সরদার, মুসা কম্পিউটার মুসা তফাদার, মাই পয়েন্ট কম্পিউটার, অনলাইন কম্পিউটার বুক মোহাম্মদ নোমান, প্রিজম কম্পিউটার মোহাম্মদ লিটন, রোজ কম্পিউটার মোহাম্মদ নাজমুল, স্টুডেন্ট কম্পিউটার দিলীপ, কাশফুল কম্পিউটার ইমরান হোসেন, নন্দন ডিজিটাল স্টুডিও টিটু দাস, সবুজ কম্পিউটার, মোঃ সজিব, ডিজিটাল কম্পিউটার মোহাম্মদ আল-আমিন সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন শহরের বিভিন্ন স্থানের কস্পিউটার সেবাদান ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন। উক্ত এসোসিয়েশন চাঁদপুর পৌরসভার অধিনে শতাধিক কম্পিউটার ব্যবসায়ী সদস্যগন যুক্ত আছেন।

Related posts

Leave a Comment