কোস্টগার্ডের অভিযানে লঞ্চ থেকে ০৮ কেজি গাঁজা জব্দ

বুধবার (০৫ অক্টোবর ২০২২) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ০৫ আগস্ট ২০২২ তারিখ আনুমানিক ১৫৩০ ঘটিকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বি এম তানজীমুল ইসলাম এর নেতৃত্বে চাঁদপুর লঞ্চ ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চাঁদপুর থেকে শরীয়তপুর গামী যাত্রীবাহী লঞ্চ এমভি শাহ-আলি ২ থেকে পরিত্যাক্ত অবস্থায় রাখা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ০৮ কেজি গাঁজা জব্দকরা হয়। ব্যাগটির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে কাজী মোঃ মেশকাতুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাঁদপুর, এর উপস্থিতিতে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মোঃ বাদশাহ ভুঁইয়া

Related posts

Leave a Comment