কোস্টগার্ড ৬৭ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ইঞ্জিন চালিত স্টিলবডি ট্রলার জব্দ

মুহাম্মদ বাদশা ভূঁইয়া।‌ চাঁদপুরে কোস্টগার্ড ৬৭ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ইঞ্জিন চালিত স্টিলবডি ট্রলার সহ চাঁদপুর কোস্ট গার্ড জব্দ করেছেন।

বুধবার ৮ নভেম্বর দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ০৮ নভেম্বর ২০২৩ আনুমানিক সকাল ৬ টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুরে ০৭ সদস্যবিশিষ্ট একটি আভিযানিক দল কর্তৃক চাঁদপুর জেলার কানদী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চাঁদপুর হতে ঢাকাগামী একটি ইঞ্জিন চালিত স্টিলবডি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল কর্তৃক ট্রলারটি থামার সংকেত দেওয়া হয়। এসময় ট্রলারে থাকা মাদক ব্যবসায়ীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কানদী লঞ্চঘাট এলাকায় ট্রলারটি ভিড়িয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ট্রলারটি তল্লাশি করে ট্রলারের পাটাতনের নিচে অভিনবভাবে লুকিয়ে রাখা ৬৭ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ট্রলারটি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা ও ট্রলার এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

Related posts

Leave a Comment