স্টাফ রিপোর্টার।। চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার ৫শত কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ।
গোপন সংবাদের ভিত্তিতে, রবিবার ২৭ আগস্ট ২০২৩ তারিখ রাত আনুমানিক ০৩৪৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতক্ষীরা থেকে চট্রগ্রাম গামী ০২ টি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক ৪,৫০০ (চার হাজার পাঁচশত) কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এ সময় জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উক্ত অভিযানে উপস্থিতি ছিলেন চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম। পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।