কোস্ট গার্ডের অভিযানে ৬০০ কেজি জাটকা জব্দ

চাঁদপুর মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৬০০ কেজি জাটকা জব্দ রবিবিার (০৬ নভেম্বর ২০২২) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর ২০২২ তারিখ আনুমানিক ০৩০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্‌স সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে চাঁদপুর মোহনা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তাসরিফ-৪ নামের একটি যত্রীবাহী লঞ্চ তল্লাশী করে আনুমানিক ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গারিব অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।

Related posts

Leave a Comment