চাঁদপুরে খেলাফত মজলিসের বিখোভ মিছিল।।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি,চাল ডাল সহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, বিতর্কিত সিলেবাস বাতিল, বিদ্যুৎ, জ্বালানী সহ দশ দফা দাবি আদায়ের লক্ষে, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শহরে বিরাট এক বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলের পূর্বে শুক্রবার বাদ জুমা কালীবাড়ী বাইতুল আমিন জামে মসজিদের সামনে বাংলাদেশ খেলাফত মজলিসের চাঁদপুর জেলার সভাপতি মাওঃ লিয়াকত হুসাইনের সভাপতিত্বে,সাংগঠনিক সম্পাদক,মুফতি নুরে আলমের পরিচালনায়,সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল বাকি সহ-সভাপতি মাওলানা আবুল বাশার সাধারন সম্পাদক, মোঃ হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন, সহ অর্থ সম্পাদক মাওলানা তারেক হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোজাম্মেল মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের,শহর সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আশেক এলাহী, সদস্য মাওলানা শহিদ উল্ল্যাহ, যুব মজলিসের সভাপতি হাফেজ নেয়ামত হোসেন, যুব মজলিসের অর্থ সম্পাদক হাফেজ মোজাম্মেল, অফিস সম্পাদক কারী শাহাদাত হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মিশনরোড মোড়ে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

Related posts

Leave a Comment