চাঁদপুর ডাক প্রতিনিধি।।
চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টি ও জেলা ছাত্র সমাজের উদ্যোগে রাজনৈতিক প্রচারাভিযান ও ই- লার্নিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব সংলগ্ন এলিট ভোজনালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার শওকত আখন্দ আলমগীরের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন। সাহিন স্বপ্নার সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণ প্রদান করেন ইয়ং লিডার ফেলোশিপ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও জেলা ছাত্র সমাজের আহবায়ক শরিফ হোসেন পাটোয়ারী।
অন্যদের মাঝে আলোচনায় অংশ নেন- জেলা জাতীয় পার্টির সহ সভাপতি জাকির হোসেন হিরু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম দেওয়ান স্বপন, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব নাজমুল গাজী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব কামরুল ইসলাম প্রমুখ।