চাঁদপুরে পুলিশের দায়েরকৃত মামলায় বিএনপি নেতাদের জামিন

চাঁদপুরের হাজীগঞ্জে যুবদলের মিছিল থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিমকে জামিন দিয়েছে আদালত।

রবিবার ১৩ নভেম্বর দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তিক চন্দ্র ঘোষ এর আদালতে আসামীরা স্বেচ্ছায় উপস্থিত হলে জামিন মঞ্জুর করেন। জানাজায় গত ২৯ অক্টোবর হাজীগঞ্জ থানার এসআই আজিজ বাদী হয়ে বিএনপি ও যুবদলের ৫শতাধিক নেতা-কর্মীর নামে মামলা করেন। এই মামলায় ২৫জন গ্রেফতার হয়।

তারাও বর্তমানে জামিনে রয়েছেন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট কামাল উদ্দিন, সেলিম আকবর ও ওমর ফারুক টিটু।

                                                                                                                                                            মুহাম্মদ বাদশা ভূঁইয়া

Related posts

Leave a Comment