চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে…শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

মুহাম্মদ বাদশা ভূঁইয়াঃ

চাঁদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ (বালক) ২০২৩ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ (বালিকা) ২০২৩ উদ্বোধন করেছেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে শিক্ষামন্ত্রী খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে শিক্ষামন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন।

টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন বর্তমানে চাঁদপুরের থেকে অনেক খেলোয়ার বিভিন্ন পর্যায়ে জাতীয় দলে খেলছে।আমরা আশা করি বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব (বালক)১৭ ২০২৩ এবং বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ১৭ ২০২৩ থেকে খেলোয়ারা নিজ যোগ্যতায় জাতীয় পর্যায়ে খেলবে।বঙ্গবন্ধু নিয়েও একজন ফুটবল খেলোয়াড় ছিলেন।তিনি নিজে ফুটবল খেলতে পছন্দ করতেন।আমাদের তরুন প্রজন্মের মাঝে ক্রীড়ামোধী মনোভাব তৈরি এবং মানসিক ও শারীরিক বিকাশ ঘটাতে এই আয়োজন।আমি প্রত্যাশা করি জেলা ক্রীড়া সংস্থার পাশাপাশি অন্যান্য পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা দিন দিন প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করতে পারবো।

জাতীর পিতার জীবনের প্রতিটি স্তরে স্তরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অনেক অবদান ছিল।শেখ মুজিবুর রহমানকে দেশ বিনির্মাণে আন্দোলন সংগ্রামে উৎসাহ আর অনুপ্রেরণা ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব। যিনি বঙ্গবন্ধুর জীবদশায় ছিল অনুপ্রেরণা।তাই তোমাদের সকলকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার জীবনের ইতিহাস ও তাদের ত্যাগের বিষয়ে জানতে হবে।ভালো খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।

তোমারা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ স্মার্ট নাগরিক হবে।তোমাদের হাত ধরেই গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। যেখানে তোমরা নিজেদের মেধা ও মননের বিকাশ ঘটাতে পারবে।বর্তমানে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রগামী হচ্ছি।

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু।

সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ফুটবল উপ-কমিটির সভাপতি শাহির হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ, মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানসহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment