চাঁদপুর:
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল অফিসার হিসেবে পুরস্কার গ্রহণ করলেন সদর মডেল থানার এসআই শাহরিন হোসনে।
মঙ্গলবার (১১ অক্টোবর) পুলিশ লাইনসে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মিলন মাহমুদ এস আই শাহরিন হোসন এর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন।
পুলিশ সুপার মিলন মাহমুদ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজিগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. ইয়াসির আরাফাত সহ চাঁদপুর জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যরা।
এদিকে এই সম্মাননা স্মারক গ্রহণের পর এসআই শাহরিন হোসেন সবার কাছে নিজের জন্য দোয়া চান এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।