চাঁদপুর নির্মাণশিল্পীদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে আকিজ গ্রুপের সিমেন্ট ও রয়েল সিমেন্ট এর সায়েম ট্রেড হাউজ এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়ারলেস মোড় ফরিদগঞ্জ রোড সায়েম ট্রেড হাউজ এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়। এই সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর পরিকল্পনার বিদ ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন। সভাপতিত্ব করেন, সায়েম ট্রেড হাউজ এর স্বত্বাধিকার শেখ সায়েম উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন, সায়েম ট্রেড হাউজ এর পরিচালক মুহাম্মদ রিয়াজ মাহামুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন টিটু, মোঃ আব্দুল জব্বার, সুলতান আবেদীন, মোঃ আরাফাত হোসেন,রিপন,সিপন, রাকিব হোসেন, ইব্রাহিম, বিভিন্ন ব্যবসায়ী এলাকার মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠিত হয়। বক্তরা বলেন, আকিজ সিমেন্ট ব্যবহার করলে এক শ’ বছরের অধিক স্থায়িত্বের নিশ্চয়তা। ফ্লাই এ্যাশ বিহীন আকিজ সিমেন্টের আয়রন স্ল্যাগ ঢালাইকে দেয় লোহার শক্তি যা সময়ের সাথে সাথে আরো শক্তি বৃদ্ধি পায়। আমরা পর্যায়ক্রমে নির্মাণ সামগ্রীর সকল ভালো মানের পণ্য দেওয়ার চেষ্টা করব। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ থাকলো।
মুহাম্মদ বাদশা ভূঁইয়া