চাঁদপুরে হোম ডিজাইন কনস্ট্রাকশন এন্ড কনসালটেন্ট অফিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে হোম ডিজাইন কনস্ট্রাকশন এন্ড কনসালটেন্ট অফিস উদ্বোধন করা হয়েছে।
এ এস এস ফাউন্ডেশন চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ার মোঃ খোরশেদ আলমের মাতা মোসাম্মৎ ছায়েরা বেগম ফিতা কেটে ২৩ জুন বিকেলে বাস স্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এই অফিসের উদ্বোধন করেন।

প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মোঃ খোরশেদ আলম খান (বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল ডুয়েট, এম আইইবি এম এস এসসি স্ট্রাকচার), জানান এই প্রতিষ্ঠানটি গত ১ যুগ ধরে সুনামের সাথে বাংলাদেশে বিভিন্ন স্থানে নিমানাধীন কাজের জন্য থ্রিডি ডিজাইন,
ডিজিটাল সার্ভে,সয়েল টেস্ট,বিল্ডিং প্লানডিজাইন,আর্কিটেকচারাল ডিজাইন,স্টাকচারাল ডিজাইন কনস্ট্রাকশান,সাইট সুপারভিশন প্রজেক্ট, মেনেজমেন্ট ইন্টোরিয়র ডিজাইন,পৌরসভার প্লান কনস্ট্রাকশান এডমিক্সার,বিল্ডিং মেটেরিয়াল সেবাসহ আরও বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছেন প্রতিষ্ঠানটি । বর্তমানে
নতুনত্বকে ধরণ করে অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তি ও দক্ষ ইঞ্জিনিয়ারদের পরামর্শে মানুষের সেবায় নিয়জিত রাখার প্রত্যাশা করেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীর খাজা অলি উল্লাহ।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার হারুনুর রশিদ সাগর, ৫ নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী ,ফয়সাল মার্কেটের ম্যানেজার রফিক সরদার, ফসসাল মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন মুসু, সাধারণ সম্পাদক ইমরান হোসেন মামুন, দাসাদী উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ ইউনুছ মাস্টার, প্রাইভেট মেডিকেল এসোসিয়েশন এর সেক্রেটারী জি এম শাহীন,দাসাদী বাজারের জনতা ডেকোরেটরের মালিক মুক্তার গাজীসহ স্থানীয় প্রতিষ্ঠানের ঠিকাদার, মার্কেটের বিভিন্ন ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তারিখ:২৩-০৬-২৩ খ্রিষ্টাব্দ।

Related posts

Leave a Comment