মুহাম্মদ বাদশা ভূঁইয়াঃ
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা।
বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে হাইমচরের চরভৈরবী বাজারে দুইটি কারেন্ট জালের গোডাউন থেকে আনুমানিক ৩০ লাখ মিটার জাল জব্দ করা হয়।
অভিযানে উপিস্থিত ছিলেন চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।