চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) বদলিজনিত কারণে চাঁদপুর ছেড়ে যাচ্ছেন

চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) বদলিজনিত কারণে চাঁদপুর ছেড়ে যাচ্ছেন। এ উপলক্ষে উনার বক্তব্যের ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো।

প্রিয় চাঁদপুরবাসী, আসসালামু আলাইকুম।
আজ ২৭ শে জুলাই ২০২৩খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার পুলিশ সুপার চাঁদপুরের দায়িত্ব আজ হস্তান্তর করতে যাচ্ছি। দীর্ঘ ০২বছর ৪ মাস আপনাদের সেবার মহান ব্রত নিয়ে এই জেলার পুলিশ সুপারের দায়িত্বে নিয়োজিত ছিলাম। কাজ করতে গিয়ে অনেককে হয়তো কাঙ্খিত মানের সেবা দিতে পারেনি অথবা যদি কারো মনে নিজের অজান্তে কোন কষ্ট দিয়ে থাকি সে জন্য দুঃখ প্রকাশ করছি। আমার সাথে যে সকল সহকর্মী আমার কাজে সব সময় সহায়তা করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে প্রিয় চাঁদপুরবাসী বিশেষ করে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সর্বোপরি আপামর জনসাধারণ আপনাদের সর্বাত্বক সহযোগিতা আকুণ্ঠ ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।
আমার পরবর্তী কর্মস্থল পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। আমার জন্য দোয়া করবেন চাকরির পরবর্তী দিনগুলি যেন নিষ্ঠার সাথে এবং শারীরিক সুস্থতা নিয়ে দায়িত্ব পালন করতে পারি। আপনাদের দোয়া এবং আকুণ্ঠ ভালোবাসা আমার সারা জীবনের পথ চলার পাথেয় হয়ে থাকবে। আপনারা ও ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
সবার মঙ্গল কামনায়- মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)

Related posts

Leave a Comment