চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসপালিত

মুহাম্মদ বাদশা ভূঁইয়া।। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক ও বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী দিবসপালিত হয়েছ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙ্গালি জাতির ইতিহাসে রচিত হয় এক কলঙ্কজনক অধ্যায়,
এই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে ঘাতকের নির্মম বুলেটে শাহাদত বরণ করেন। সারাদেশের ন্যায় চাঁদপুরও জেলা প্রশাসনের আয়োজনে দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

শোক দিবসের কার্যক্রমের শুরুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপির উপস্থিতিতে চাঁদপুর সরকারি কলেজ স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। পরে সেখান থেকে একটি শোক র‍্যালি শুরু করে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনী ও কর্মের উপরে আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ৭৫ এর ১৫ আগস্টে শাহাদাত বরণকারীদের বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে
শোক সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসডু পাটওয়ারী, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত চিকিৎসক ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াকুব আলী পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
শোক সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।

আলোচনা সভা শেষে “আমার চোখে বঙ্গবন্ধু” নামক ১ মিনিটের ভিডিওচিত্র তৈরির জেলা পর্যায়ের ১০ জন বিজয়ী, দিবসটি উপলক্ষে আয়োজিত কবিতা পাঠ, রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী এবং বীর মুক্তিযোদ্ধা মোহনবাসি স্মৃতিসংসদের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার এবং যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুর কর্তৃক যুবঋণের চেক তুলে দেন অতিথিবৃন্দ।

দিবসটি উপলক্ষে সরকারি শিশু পরিবার, সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় সরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয় ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করা হয়। এ উপলক্ষে বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয় নাটক
“ধানমণ্ডি ৩২”।

Related posts

Leave a Comment